১।এযাবৎকালের সবচেয়ে উচুতম গাছটি হল একটি অস্টেলিয়ান ইউক্যালিপটাস গাছ, যার উচ্চতা ৪৩৫ ফুটের মত। ২।ইলেকট্রিক ঈল মাছ প্রায় ৬৫০ ভোট শক দিতে পারে। ৩।জিরাফ অধিকাংশ সময় ২৪ ঘন্ট্র মধ্যে মাত্র ২০ মিনিট ঘুমায়। যদিও মাঝে মাঝে ২ঘন্টাও ঘুমায়। ৪।একটা রবারের অনুতে ৬৫০০০ পরমানু থাকে। ৫। কোয়ালা গড়ে ২৪ ঘন্টার ২০ঘন্টা ঘুমিয়ে কাটায়।
No comments:
Post a Comment